নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মাও. শাহাদাৎ হোসেন, শাহ-আলম, মোস্তাফিজুর রহমান, মো. শাহাদাতুল্লা, আঞ্জুয়ারা খাতুন, রহিমা খাতুন, সাবরিনা সুলতানা রিতু, চন্দনা বসুসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।