আব্দুর রহমান: বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে প্রাক্তণ শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দুই দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু)। এসময় প্রধান অতিথি সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। সুবর্ণজয়ন্তীর এমন আনন্দঘন মুহূর্তে আমি এ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গর্বের। স্বাধীনতা উত্তর সময়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুরু থেকেই এ অঞ্চলের মানুষদের আলোকিত করতে ভূমিকা রেখে চলছে।’ উদ্বোধন শেষে র্যালি ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস’র সভাপতিত্বে প্রাক্তন ছাত্র ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, প্রাক্তন ছাত্র শেখ ফেরদৌস হাসান লিওন, কামরুজ্জামান কামু, সাকিল আহমেদ, জাহিদুর রহমান সাগর, মো. জিল্লুর রহমান, শেখ রবিউল আক্তার, শেখ রেজাউল ইসলাম, ডা. বিকাশ, নুর আলী, রকিব, সৈয়দ সাহেদুজ্জামান সাগর, মো. সেলিম, বিল্লাল, ফারহাদ, রিয়াজুল, তুহিনসহ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড শিল্পী সোহাগ।