ঈমান আলী: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল দৌলতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তি (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার দৌলতপুর গ্রামের দক্ষিণ বিলে ঘটনাটি ঘটে।
শান্তি ওই এলাকার মৃতঃ শ্রী নিরাপদ মন্ডলের ছেলে ও দৌলতপুর দূর্গা মন্দিরের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শান্তি তার নিজের ধানের ক্ষেতে পানি সেচের কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।