
ইমান আলী:
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁকাল গ্রামে বেড়েছে মটর ভ্যান চুরির উপদ্রব। গত ৬ মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাঁকাল খেয়াঘাট থেকে সরদার পাড়া দীর্ঘ এক কিলোমিটারে মধ্যে ৮ থেকে ১০ টি মটর ভ্যান চুরির ঘটনা ঘটেছে। যার ফলে এসকল গরীব দিনমজুররা চরম বিপাকে পড়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাতেও বাঁকাল জোলাপাড়া থেকে শুকুর আলী নামক এক ব্যক্তির ঘরের বারান্দায় রাখা মটর ভ্যানটির ২ টা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরেরা এবং তার প্রতিবেশী রবিউল ইসলামের ভ্যান চুরি করে পালানোর সময় ফজরের নামাজ পড়তে ওঠা তারই প্রতিবেশী আজগরের লাইটের আলোর কারনে তার ভ্যানটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় এই সংঘবদ্ধ চোরচক্র। এলাকাবাসী জানান, সংবদ্ধ এই চোরের দল দুপুর ১ টা থেকে ৩ টার মধ্যে ও অন্যদিকে রাতের শেষ প্রহরে তারা এ চুরির ঘটনা ঘটাচ্ছে। এখনো পর্যন্ত এই চোরেরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাই এই চোরদের ধরতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।