ইমান আলী :নতুন আশা ও সম্ভাবনা নিয়ে দুয়ারে দাঁড়িয়ে ২০২০ সাল। নতুন বছরে পৃথিবীবাসির জন্য অপেক্ষা করে আছে নতুন নতুন অনেক কিছু। আর এই নতুন বছর আগমন উপলক্ষে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষ গ্রহন করেছে বর্ণাঢ্য আয়োজন,এদিক থেকে পিছিয়ে নেই সাতক্ষীরাবাসি, এরই ধারাবাহিকতায় ২০২০ সালের আগমন উপলক্ষে ও ২০২০সালকে বরণ করে নিতে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল গ্রামে অবস্হিত বাঁকাল নব উদয়ন সংঘের সার্বিক ব্যাবস্হাপনায়(৩১শে ডিসেম্বর ২০১৯) মঙ্গলবার সারাদিনব্যাপী ফুটবল, ক্রিকেট, ব্যাড মিল্টন,হাঁস ধরা, সাঁতার কাটা ,নারীদের জন্য চেয়ার সিটিং,বয়স্ককদের জন্য ভাঙ্গাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অত্র এলাকার নারী পুরুষসহ বিভন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। এবং সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।