নিজস্ব প্রতিবেদক: কম্পিউটার সামগ্রী বিক্রয় এবং মেরামতের নামে জমজমাট প্রতারণা ও নকলের কারখানা খুলে বসেছে ‘রানটেক কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠান। শহরের নারকেলতলা মোড়ে টাউন গার্লস স্কুলের সামনেই তাদের এই প্রতারণা কেন্দ্রের অবস্থান। প্রকাশ্যে কম্পিউটার এবং আনুসাঙ্গিক ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও মেরামতের নামে গোপনে এই প্রতিষ্ঠানটি মূলত পুরাতন মোটরসাইকেলের মাইল মিটারে টেম্পারিং, পাসর্পোর্টের দালালি, ভিসার জন্য জাল কাগজ-পত্র তৈরী, সিলমোহর নকল, স্বাক্ষর জালিয়াতি, ভারতীয় চিকিৎসকের ভূয়া এপয়েন্টমেন্ট, সাতক্ষীরার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সিল ও স্বাক্ষর নকল করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভূয়া সত্যায়িত করাসহ অসংখ্য অপকর্মের হোতা এ প্রতিষ্ঠানের পরিচালক সহোদর উৎপল গাইন এবং অনুপম গাইন। প্রশাসনের নাকের ডগায় বসে দীর্ঘদিন এতসব অপকর্ম করেও কোন এক অদৃশ্য শক্তির সহায়তায় এতোদিন ধরাছোয়ার বাইরে ছিলো প্রতারক সহোদরের এই প্রতিষ্ঠান। অবশেষে সাতক্ষীরার জনৈক এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রানটেক কম্পিউটার’কে শনিবার (২ ডিসেম্বর) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের অভিযানে মোটর সাইকেলের মাইলেজ টেম্পারিংয়ের কথা অকপটে স্বীকারও করেছে রানটেক কম্পিউটারের মালিক উৎপল গাইন ও অনুপম গাইন। এদিকে একাধিক ভুক্তভোগীর দাবি ‘রানটেক কম্পিউটার’র মোটরসাইকেলের মাইলেজ টেম্পারিং ধরা পড়লেও তাদের অসংখ্য অপকর্ম এখনো পর্দার আড়ালে রয়ে গেছে। ইতিপূর্বে তারা ‘বুকটেল ডিজিটাল সিটি’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এধরণের জালিয়াতি করতো পরবর্তীতে ধরা পড়ার ভয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘রানটেক কম্পিউটার’ করে পুনরায় একই অপকর্ম শুরু করে। আবারও তাদের প্রতিষ্ঠানে অভিযান চালালে তার নিশ্চিত আলামত মিলবে বলেও মনে করেন ভুক্তভোগীরা। অভিযান এবং জরিমানার বিষয়ে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন বলেন, ‘ভোক্তাদের চাহিদা থাকায় সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় জমজমাট। আমরা বেশ কিছুদিন ধরে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম পুরাতন যেসব মোটরসাইকেলগুলো ক্রয়-বিক্রয় হচ্ছে এগুলোর মাইল মিটারগুলো টেম্পারিং করে ভোক্তাদের ঠকানো হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছিলো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা এধরণের কাজগুলো করে। নারকেলতলা মোড়ের ‘রানটেক কম্পিউটার’ তার মধ্যে অন্যতম। আমরা সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছি এবং তারা দোষও স্বীকার করেছেন এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে জানতে অভিযুক্ত ‘রানটেক কম্পিউটার’-এর মালিক অনুপম গাইন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন পুরাতন ল্যাপটব বা কম্পিউটার নিয়ে আমরা কোন প্রতারণা করিনা। তিনি আরো বলেন বর্তমানে আমরা আর এই ব্যবসা করবো না।