নিজস্ব প্রতিবেদক: বহুমাত্রিক অংশীদারিত্ব জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি অর্থ এবং বীমা বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ্যাওসেড’র বাস্তবায়নে শহরের কোরাইশী ফুড পার্ক অডিটোরিয়ামে প্রকল্প অবহিতকরণ সভায় সুপারিশ ও মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ্যাওসেড নির্বাহী পরিচালক শামীম আরফীন। অবহিতকরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা’র উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ। প্রকল্প উপস্থাপন করেন এ্যাওসেড প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন ও কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট এ্যাকশন প্রোগ্রাম’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিমাদ্রী শেখর মন্ডল, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট এ্যাকশন প্রোগ্রাম ডেপুটি ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাস প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও এ্যাওসেড এবং কেয়ার বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাওসেড নির্বাহী পরিচালক শামীম আরফীন।