
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা’র শ্যামনগর ফুটবল একাডেমীর অনূর্ধ্ব -১৪ তরুণ ফুটবলার নতুন প্রতিভার আন্বেষণে বসুন্ধরা কিংস বিএফএসএফ একাডেমী কাপে অংশ গ্রহণ করেছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শ্যামনগর একাডেমী অনূর্ধ্ব -১৪ তরুণ ফুটবলার উপস্থিত হয়ে বলেন, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে ও বাফুফে এর সহযোগীতা বাংলাদেশের ৬৪ টা জেলা হতে অনূর্ধ্ব-১৪ দলের বাছাই পর্ব থেকে ক-গ্রুপ, খ-গ্রুপ, গ-গ্রুপ, ঘ-গ্রুপে মোট ১২ টি দলসমূহ অংশগ্রহন করবে। উল্লেখ্য আগামী ৪ ডিসেম্বর শুক্রবার শ্যামনগর ফুটবল একাডেমী বনাম নবাবগঞ্জ ফুটবল একাডেমী খেলায় অংশ গ্রহণ করবে। তরুণ ফুটবলার সকলের দোয়া চায়েছেন। শ্যামরগর ফুটবল একাডেমী অনূর্ধ্ব-১৪ দল ক-গ্রুপে অংশ গ্রহণ কারায় অভিনন্দন জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী, সহকারী কমিশনা (ভূমি) আব্দুল হাই সিদ্দীকী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, উপজেলা জাতীয় পার্টীর সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম, কামরুজ্জামান সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।