সাতনদী ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত বসন্তপুর নদী বন্দর এলাকা সরকারিভাবে ঘোষিত বসন্তপুর নদী বন্দর দ্রুত চালু বিষয়ে অবহিতকরণ ও পরামর্শ ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর কাস্টম গোডাউন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নৌবন্দর বিষয়ক সাব-কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।
কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা মুহিব্বুল্লাহ রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও যমুনা নদীর মোহনায় সরকারীভাবে গেজেটভুক্ত বসন্তপুর নৌ-বন্দর বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এগিয়ে আসতে হবে। এটি চালু হলে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এ সময় আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য, ২০২২ সালের ১৮ অক্টোবর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের টিএ শাখার এস.আর.ও নম্বর ৩১৭-আইন/২০২০ এর প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুর রহমান বিআইডব্লিউটিএ কে বসন্তপুর নদী বন্দর, সাতক্ষীরা এর সংরক্ষক নিযুক্ত করেন। এর আগে গত বছর ১০ অক্টোবর নৌ পরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা নদী বন্দরের জন্যে সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেন।