
প্রেস বিজ্ঞপ্তি: বসন্তপুর নদী বন্দর চালুর জন্য ইন্ডিয়ান IWAI অফিসের ডিরেক্টর মি. কুমার এর সাথে মতবিনিময় করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। বসন্তপুর নদী বন্দর চালুর জন্য ২৯ আগষ্ট মঙ্গলবার ইন্ডিয়ান IWAI অফিসের ডিরেক্টর মি. কুমার এর সাথে মতবিনিময় করেছেন আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদী বন্দর কমিটির আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ভারতীয় অংশে বসন্তপুর নদী বন্দর চালুর বেশ অগ্রগতি রয়েছে। কেবলমাত্র একটা (জেটিসি) মিটিং এর অপেক্ষা। তার ঐকান্তিক চেষ্টায় আবারও চালুর অপেক্ষায় আছে দেশের অন্যতম প্রাচীন বসন্তপুর নৌ-বন্দর। ফলে উন্নয়নের ছোঁয়া লাগবে বসন্তপুর ও তার আশপাশের এলাকায়। কোন জনপ্রতিনিধি না হয়েও যে জেলার মানুষের জন্য কাজ করা যায় তার অন্যতম উদাহরণ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। প্রতিদিনই গড়ছে নতুন নতুন উদাহরণ। যা আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্বল করছে।