নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের একটি বসতঘর থেকে একটি গোখরা, ১৪টি গোখরা সাপের বাচ্ছা ও ২১টি ডিমের খোলস উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের কলবাড়ি গ্রামের হরপ্রসাদ মন্ডলের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
হরপ্রসাদ মন্ডল জানান, বুধবার আমাদের এখানে মনসা পূজার আয়োজন করা হয়। ওইদিন একটি সাপের বাচ্ছা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার তিনটি সাপের বাচ্ছা এক সঙ্গে দেখা যায়। সাপের বাচ্ছা তিনটি পিটিয়ে মারা হয়। এরপর সাপের চলাচলের পথ দেখে সন্দেহ হচ্ছিল এখানে আরও সাপ রয়েছে। শেষ পর্যন্ত ঘরের মেঝেতে একটি মা গোখরা, ১৪টি বাচ্ছা ও ২১টি সাপের ডিমের খোলস পাওয়া গেছে।
এ বিয়ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, তিনটি সাপের বাচ্ছা মেরে ফেলার পর সন্দেহের বশবর্তী হয়ে পার্শ্ববর্তী বেদেদের ডেকে ঘরের বেড়া খুলে ফেলে হরপ্রসাদ মন্ডল। এরপর একে একে ১৪টি সাপের বাচ্চা ও ২১ টি সাপের ডিমের খোলস পাওয়া যায়। মা গোখরাটি জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এদিকে, বর্তমানে সাপের আতঙ্ক বিরাজ করছে।