বিনোদন ডেস্ক: ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি ১৮ বছর আগে চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন। রিয়াজ ও শাবনূর অভিনীত এ ছবিটি সে সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার এই নির্মাতা পরিচালনা করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে প্রকাশ পেল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর প্রথম পোস্টার। এতে একটি বিয়ে বাড়ির গেটে নৃত্যের ভঙ্গিতে দেখা যাচ্ছে তাদের। অপু বিশ্বাস বলেন, নতুনত্ব পাবেন দর্শকরা। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।
ছবির নায়ক বাপ্পিও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ছবির কাজ ভালো হয়েছে। দর্শকের মত আমিও ছবিটির মুক্তির অপেক্ষায় দিন গুনছি। এরই মধ্যে এ ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। নির্মাতা সূত্রে জানা যায়, খুব শিগগিরই জানানো হবে ছবির মুক্তির তারিখ। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বড়দা মিঠু প্রমুখ।