মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল দল বরিশাল জোনাল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিজয়ী দল কে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজয়ের খবর শুনে তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা দলের টিম ম্যানেজার কে ফোন দিয়ে সার্বিক বিষয়ে খোজ খবর নেন এবং বিজয়ী দল কে অভিনন্দন জানান। একই সাথে বিজয়ী দল সাতক্ষীরা ফিরলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
- প্রেস রিলিজ।