নিজস্ব প্রতিবেদক: একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে আমতলাস্থ তৎকালিন দিনেশ কর্মকারের বাড়ির বধ্যভূমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা এড.মোস্তফা নূরুল আলম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরি সরদার, সাংবাদিক রঘুনাথ খা, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, বাসদেও সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক কমরেড খগেন্দ্রনাথ মন্ডল, কমরেড রওনক বাশার, কমরেড মকবুল হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আলী হোসেন , জেলা জাসদের সহ সম্পাদক কবি রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী মধাব দত্ত, ওয়াকার্স পার্টির নেতা কমরেড শিবপদ গাইন, জাসদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বাজাসদের আব্দুল্লাহ বিশ্বাস, জাতীয় নারী জোটের নাসরিন নাজরানা বেবি প্রমুখ।
পরে মোমবাতি প্রজ্জ্বলন করে বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে আমতলা দিনেশ কর্মকারের বাড়িতে আশ্রয় নেওয়া ভারতগামী ৭ শতাধিক নারী পুরুষকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।