নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার বদ্দীপুর কলোনীর দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। এসময় আরও উপস্থিত ছিলেন বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহযোগী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, কমিউনিটি ফ্যাসিলিটেটর লিপিকা গাইন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য নিরব, ফরিদ, তামান্না পারভীন, ইয়াসিন আরাফাত, মাহি, তামিম হোসেন প্রমুখ। ক্যাম্পে ব্যবস্থাপত্রের পাশাপাশি শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা নিতে এসে কলোনীর বাসিন্দা জাহানারা বেগম বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা চিকিৎসাসেবা বঞ্চিত হয়। এই ক্যাম্প আমাদের অনেক উপকারে আসবে।