সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘বড় কিছু হতে হলে, বড় করে স্বপ্ন দেখতে হবে। এপিজে আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, ঘুম কেড়ে নেয় যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরন হয়েছে, যা বর্তমানে চলছে। এখন ২০৪১ সালের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, তার জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে। সে সময় ডিসি, এসপি, মন্ত্রী, সচিব হবে আজকের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।’ মঙ্গলবার সকলে আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার নবআঙ্গিকে উদ্বোধন, ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়, বৃক্ষ রোপণ, বার্ষিক বহি: ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনে বহু নামিদামি লোক বাঙ্গালী ছিলেন পরাধীন। কিন্তু, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র উপহার দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কথা বলা উচিত। তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া, সাংস্কৃতি চর্চা ও বহি: জ্ঞান থাকতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ দেখতে হলে, ভোগ করতে হলে নিজেদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের সময় কাজে লাগিয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুর, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক হোসেন আলী, প্রভাষক বাকি বিল্লাহ, প্রভাষক নীলেন্দু মুখার্জি, বিদায়ী শিক্ষার্থী সরাবান তহুরা, খাদিজা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন ভূট্ট ও শিরিন বাহার যুথি।