আব্দুর রহিম, কালিগঞ্জ: "কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য" স্লোগানকে সামনে রেখে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রথমে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র সরদার, রবিন চন্দ্র লস্কর, ব্রজেন কুমার মন্ডল, সুব্রত সরকার, শংকরী ঘোষ, সহকারী শিক্ষক আব্দুর রহমান, রুখসানা আক্তার, প্রসেনজিৎ রায়, দেবপ্রসাদ পালিত মো. শাহিনুজ্জামান ও হযরত আলী। এ সময় শিক্ষার্থীরা সকল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান।