আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বড়দলে ঘেরাবেড়া, গাছ গাছালী কেটে, ঘর ভেঙ্গে ঘেরের মাছ লুটপাট করে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১২ টার দিকে বড়দলের চম্পাখালী মৌজায় এ ঘটনা ঘটে। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ইনছার আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম জানান, তিনি চম্পাখালী মৌজায় ৬৩ শতক পৈত্রিক সম্পত্তিতে পিতার জীবিত থাকা সময় থেকে ভোগ দখল করে আসছি। পিতার অন্যান্য স্থানের জমি আমার ৪ ভাই ও ৪ বোন বিক্রয় ও বন্ধক রেখেছেন। সেসব স্থানে আমার কোন ভাগ দেওয়া হয়নি। মৃত দিদার বখতের ছেলে গোলাম আম্বিয়া, তার ছেলে ফজর গাজী ও আবু ছাদেক, স্ত্রী আলেয়া এবং ফজর ও ছাদেকের স্ত্রীরা দীর্ঘদিন যাবৎ আমার দখলীয় জমিতে জবর দখল নিতে ষড়যন্ত্র করে আসছিল। গত বুধবার দুপুর ১২ টার দিকে তারা জমির উপর চড়াও হয়ে ঘেরার সেজি কেটে দেয়, ৭টি বড়সহ ২১ টি নারিকেল ও মেহগনি গাছ কেটে ফেলে, ঘেরের বাসা ঘর ভেঙ্গে দেয় এবং ঘেরে জাল টেনে বিভিন্ন প্রজাতের সাদা ও চিংড়ী মাছ ধরে নিয়ে ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। ইতিপূর্বে গত ৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে তারা আমার বসত বাড়িতে আক্রমন চালিয়ে বাড়ি ঘর, মোটর সাইকেল, ভ্যানগাড়ি, টিউবওয়েল ভায়চুর করেছিল। এব্যাপারে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। কোন প্রতিকার না হওয়ায় আক্রমনকারীরা আরও বেপরোয়া হয়ে বুধবারের ঘটনা ঘটিয়েছে। তিনি আইনী সহায়তা পেতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।