আব্দুর রশিদ: দীর্ঘ ১৯ বছর অবহেলিত থাকার পর বাঙালের মোড় টু খানপুর সড়কের সংস্কারের উদ্যোগ নেয় সরকার। তবে রাস্তাটি তৈরীর এক বছর পার হতে না হতেই আবারো ভাঙনের কবলে পড়েছে। মাটি বহনকারি অবৈধ ডাম্পার ট্রাক ও ট্রলির কারণে রাস্তার এমন দশা, দাবি স্থানীয়দের।
সরজমিনে জানা যায়, দীর্ঘ ১৯ বছর অবহেলিত থাকার পর এলজিইডি'র মাধ্যমে রাস্তার সংস্কারের উদ্যোগ নেয় সরকার। তবে রাস্তাটি সংস্কারের এক বছর পার হতে না হতেই আবারো খড়িবিলা এলাকায় ভেঙে গেছে। প্রতিদিন শতাধিক মাটি বহনকারি ট্রাক্টর ও ট্রলি এ রাস্তাটিতে চলাচল করে। ভারি এসব যানবাহন চলার কারনে রাস্তটি দিনেকেদিন ভেঙে যাচ্ছে। ফলে প্রতিদিন চলাচলে ভোগান্তিতে পরছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ফজলু জানান, দীর্ঘদিন ভোগান্তিতে থাকার পর রাস্তাটি তৈরি হয়, আমরা আশার আলো দেখতে পাই। প্রতিনিয়তই ছোটখাট দুর্ঘটনা ঘটেছে এখানে। গর্তে পরে মারাও গেছে একজন। এতকিছুর পরও রাস্তাটি তৈরি হওয়ায় আমরা খুশিই ছিলাম। কিন্তু আমাদের সে আশা শেষ।
কাদের জানান, রাস্তটি ভেঙে যাওয়ায় আমরা আবারও ভোগান্তিতে পরলাম। সরকারের কাছে রাস্তটি দ্রুত সংষ্কার করার দাবী জানাই।