সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের মান্দারবাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের সদস্যরা ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বিপর্যস্ত বঙ্গোপসাগরে ভাসমান ১৫ জেলেকে উদ্ধার করেছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মান্দার বাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের ইনচার্জ (ওসি) আল-আমিনের নেতৃত্বে বনকর্মীরা সাগরের বাহির মান্দারবাড়িয়া নামক স্থান হতে ৩টি ট্রলারে অবস্থানরত জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বনঅফিস বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত জেলেরা হলেন- বাগেরহাট জেলার রামপাল থানার মো. আব্দুল জলিল, গোলাম আজম, হুমায়ুন আকন, মনি শেখ, মংলা থানার রাশেদ শেখ, রাজিব শেখ অহিদুল শেখ, দাউদ শেখ, ইস্রাফিল শেখ, রেজাউল শেখ, সুলতান শেখ, মাহাবুব শেখ, আলী আকবর শেখ, বাবুল শেখ এবং ভোলা জেলার চরফ্যাশন থানার আব্বাস হাওলাদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বঙ্গোপসাগরে ৭নং বিপৎসংকেত চলাকালীন উত্তাল ঢেউয়ের আঘাতে জেলেদের ট্রলার বিকল হয়ে যায়। এসময় ওই জেলেদের নিকট থেকে সংকেত পাওয়ার পর মান্দারবাড়িয়া অভয়ারন্য কেন্দ্রের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করে।