
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীতে করোনা পজিটিভ রোগীদের মাঝে ফল বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার নেতৃবন্দ। সামেক ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরীর উদ্যোগে ফল বিতরণকালে উপস্থিত ছিলেন সামেক ছাত্রলীগের আরাফাত আহমেদ, পল্লব রায়, হোসাইন মোহাম্মদ রিফাত, আব্দুল মুহিত এবং জয় সরকার সহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সামেক হাসপাতালে চিকিৎসাধীন ৫৩ জন করোনা পজিটিভ রোগীর মাঝে ফল বিতরণ করেন। পাশাপাশি তাদের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং যেকোনো প্রয়োজনে সহায়তা করার আশ্বাস দেন। এসময় নাজমুস সাকিব চৌধুরী বলেন, “করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা বিভিন্নভাবে রোগীদের সহায়তা করে আসছে। গত কিছুদিন আগেও কয়েকজন অসহায় রোগীকে ছাত্রলীগের পক্ষ থেকে ঔষধ সরবরাহ করা হয়েছে। এছাড়াও করোনাকালে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।”
নাজমুস সাকিব চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতিবাচক কাজের মধ্য দিয়েই সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ সবসময় মানুষের পাশে থাকবে ।