
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর ১ম লেগ সেমিফাইনাল খেলায় অংশ নিতে পটুয়াখালী’র উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেছে জেলা ফুটবল দল। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ফুটবল দলকে জেলার ক্রীড়াঙ্গণের সুনাম ধরে রাখা ও জয়লাভের জন্য খেলোয়াড়দের জন্য দোয়া এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও জেলা ফুবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম বাবর আলী, জেলা দলের খেলোয়াড় আরিচ, কাবিজ, বিদ্যুৎ, মামুন, লিটন, রাসেল, হাদিছুর, তোতন, পারভেজ, রাজিব, মহানন্দ, উজ্জল, পলাশ, সাগর, সুমন, সিদ্দিক, মিয়ারাজ, জাকির, মিলনসহ জেলা দলের কর্মকর্তাবৃন্দ। শনিবার ২৫ জানুয়ারি বিকাল ৩টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর ১ম লেগ সেমিফাইনাল খেলায় মুখো-মুখি হবে স্বাগতিক পটুয়াখালী জেলা দল বনাম সাতক্ষীরা জেলা ফুটবল দল। ১ম লেগ সেমিফাইনাল খেলায় অংশ নিতে পটুয়াখালী’র উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করার সময় সাতক্ষীরা জেলা জয়ের লক্ষ্যে সাতক্ষীরাবাসীর দোয়া আর্শিবাদ কামনা করেছেন।