
রফিকুল ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সাতক্ষীরা জেলায় মৌলবাদ উগ্রপন্থীদের আখড়া। তারা ভেবে চিন্তে কাজ করেন না। তাদের কারণে অন্তত ১০জন মেধাবী অফিসার সচিব পদে প্রমোশন পাননি। এটা সাতক্ষীরার জন্য ক্ষতি।
উন্নয়নের কথা উল্লেখ করে এমপি রবি বলেন, সাড়ে সাতবছরের উন্নয়ন ও ১২ বছরের উন্নয়নের চিত্র দেখলে জানা যাবে দেশ এখন কোথায় গেছে। পদ্মা সেতুসহ মেগা মেগা প্রকল্প সরকার বাস্তবায়ন করছে।
করোনার কথা উল্লেখ করে এমপি রবি বলেন কানাডা, ইটালি, জার্মানী ও আমেরিকা সহ উন্নত দেশ সমূহে যেখানে করোনা মোকাবেলায় ব্যর্থ সেখানে শেখ হাসিনা সফলভাবে করোনা মোকাবেলা করেছেন।
প্রধানমন্ত্রীকে দৃঢ়চেতা উল্লেখ করে এমপি রবি বলেন, দেশব্যাপী গৃহহীনদের গৃহ দিয়ে গরীবদের পাশে দাড়িয়েছেন।
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী যুদ্ধাপরাধীদের সন্তানরা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে। তারা বেশ তৎপর। তাদের টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী। শেষ পর্যায়ে প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ। জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে সম্মাননা প্রদান ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।