
সাতনদী ডেস্ক: ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এবং যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা সদরের তৃণমুল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আহবানে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার মহাসীন কবির পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি রহিল উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, শিবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, আলিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার, সাধারণ সম্পাদক মগরেব আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ কুমার আচার্য্য, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বল্লী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. লুৎফর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।