নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় মহান জাতীয় সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।