নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু’র ছবি পোড়ানো মামলার বাদী আব্দুর রশিদকে হত্যার হুমকি দিয়েছে আসামীরা। চলতি মাসের ১তারিখে ছনকায় পথ রোধ করে তাকে মামলা তুলে না নিলে হত্যা করা হবে এমন হুমকি দেয় মামলার আসামীরা।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, সি,আর,পি ৩৪৭/১৭(সাতঃ) মামলার বাদী আব্দুর রশিদ। মামলাটি ২০৩ ধারা মোতাবেক খারিজ হলে তিনি সাতক্ষীরা জেলা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। যার নং ১৫/১৮। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন আছে। গত ১লা নভেম্বর ২০২২খ্রিঃ তারিখ মঙ্গলবার বিকাল ০৪:০০টায় (আনু) ছনকায় তার নিজ বাড়ি দেখাশোনার জন্য যাওয়ার পথে ছনকা মিজানের বাড়ির পিছনে রাস্তার বাঁশতলায় ওই মামলার আসামী আমিন সরদারের ছেলে শাহিনুর রহমান, ইলিয়াস সরদারের ছেলে আব্দুল কাদের, ইলিয়াস সরদারের ছেলে রোকসানা পারভীন, মোমরেজ মোড়লের ছেলে মহাসিন তার পথ রোধ করে। এসময় তারা আব্দুর রশিদকে এক সপ্তাহের সময় দিয়ে মামলাটি তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে তাকে খুন করে লাশগুম করে দিবে বলে হুমকি দেয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা গালিগালাজ করে চলে যায়। এমন অবস্থায় জান-মালের চরম নিরাপত্তাহীনতার কারনে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন যার নং ২১৩ তারিখ ০৩ নভেম্বর’২০২২খ্রিঃ।