কিশোর কুমার: সাতক্ষীরায় বিভিন্ন পল্লীতে কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকদের পুরো ২৪ সন জুড়ে মাসিক বেতন ভাতা ও দুই ঈদের বোনাস বকেয়া রাখার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষকরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও ব্্ুযরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে।
শিক্ষকদের বিক্ষোভ কর্মস‚চিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমা, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপ‚র্ণ বিভাগ হল উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস।
এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত পরিচালক ঈমান আলী সমগ্র ২৪সন জুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ভাড়াকৃত স্কুল গুলের ভাড়া প্রদান না করে বসে আছে। ইমান আলী শিক্ষকদের দেয়া ৫ হাজার টাকা থেকে কমিশন টাকাও কেটে রাখতো। বর্তমানে সমগ্র বছরজুড়ে শিক্ষকদের সুপারভাইজারদের বেতন ভাতা ও দুই ঈদের বোনাস পরিশোধ করছে না।
অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছে। বেতন চাইলে টালবাহানা জোরাজুরি করলে চাকরি চুক্তির হুমকিও দিচ্ছে তাই বাধ্য হয়ে সাতক্ষীরার নারী পুরুষ শিক্ষক মন্ডলী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসনের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।