আব্দুর রশিদ: বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি এডভোকেট এসএম হাসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মাদ্রাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ জনগণের দল। জাতির জনক বঙ্গবন্ধু কিভাবে এদেশের মানুষ ভালো থাকবে এবং সুখে-শান্তিতে থাকবে, কিভাবে বাংলাদেশের মানুষ বিশে^র বুকে মাথা উঁচু দাঁড়াবে এই স্বপ্ন দেখেছিলেন। ইতিমধ্যে বাঙালীরা প্রমাণ করেছে বাঙালীরা বীরের জাতি। বাঙালীরা পারে সেটা প্রমাণ করে দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে সব শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়ে এই মাদ্রাসার সুনাম বয়ে এনেছে বিশেষ করে মেয়েরা। তোমরা পড়া-শোনা বন্ধ করবেনা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।” উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. রমজান আলী, নির্মাণ কাজের ঠিকাদার মো. ইকবাল জমাদ্দার, সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর মনোয়ার হোসেন প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্মাণে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (টিএমইডি) বাস্তবায়নে মাদ্রাসা নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বকচরা এ আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিতবিশিষ্ট ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সৈনিক মো. রবিউল ইসলাম।