সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। ঘুষ, দুর্নীতি, খুন, ধর্ষণ, মিথ্যা মামলা, অর্থ আত্মসাৎ কোন কিছুই বাদ দেয়নি।দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি।
জামায়াত আমীর আরও বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। এছাড়া সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শনিবার ৩০ নভেম্বর দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান।
বিশেষ আতিথির বক্তব্য দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।