প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি ১৭বছর সক্রিয় ছিল: ড. মনিরুজ্জামান
কিশোর কুমার: বিএনপি নেতা ড.মনিরুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৭বছর ধরে বিএনপি সক্রিয় ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ডাক দিয়েছে তখন সকলেই ঐক্য বদ্ধ হয়েছে। গত ১৭বছরে যেমন বিএনপির ত্যাগ আছে তেমন অনেক নেতাকর্মী জেল জুলুমের স্বীকার হয়েছে। আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন সফলতার মুখ দেখিয়েছেন। আপনার জাতীকে উদ্ভদ্ধ করেছেন। এটাই গনতন্ত্রের সৌন্দর্য। এখন প্রত্যেক মানুষ তার নিজস্ব মতমত প্রকাশ করতে পারে ।
তিনি বলেন, এই সাতক্ষীরাকে একটি দলের স্পেসিক ট্যাগ দেওয়া হয়।
সাতক্ষীরাতে যে বিএন পির অপর সম্ভবনা তৈরি হয়েছে। তাতে বিএনপি একটি তারুন্য নির্ভর দল হবে। আপনারা তো এই অঞ্চলের মানুষের নিয়ে কথা বলেছে। বিএনপির তো একটি দেশের বৃহৎ দল। এদলের কেউ চাঁদাবাজি দখল দারিত্ব করলে দল তাদের বহিষ্কার সহ নানা ব্যাবস্থা নিয়েছে। কিন্তু অন্য দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে আমরা কখনও শুনিনি তারা কোন ব্যাবস্থা নিয়েছে ।
নির্বাচন প্রসঙ্গে ড.মনিরুজ্জামান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। একটিও পক্ষ নির্বাচনকে বার বার বিল্পম্বিত করার চেষ্টা করছে। তারা কারা যারা এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে। তারা এখন ও জাতীর কাছে ক্ষমা না চেয়ে পি আর পদ্ধতির নামে নতুন ষড়যন্ত্রে মেতেছে।
তিনি বলেন, বর্তমানে জনগোষ্টির প্রায় ২৮শতাংশ ইয়াং জেনারেশন। সবাইকে তো ঘরে ঘরে চাকুরি দেওয়া সম্ভব না। দল যদি আমাকে মনোনায়ন দেয়। তখন নির্বাচিত হলে যারা লেখাপড়া থেকে ছিটকে পড়েছে বা বেকার বসে আছে তাদের নিয়ে আমরা একটি পরিকল্পনা আছে। ঘরে বসে দেশের বাহির থেকে অর্থ উর্পাজনের জন্য বড় আয়ের উৎস হল ফ্রিলানসিং মার্কেটিং। যারা বাড়িতে বসে আছে তাদের জন্য ফ্রি ট্রেনিং দিয়ে প্রতিঘরে একজনকে সাবলম্বী করব।
নিজ এলকায় পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি বিএনপি কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেছি, সাতক্ষীরায় টেকসই বেঁড়িবাধ লাগবে, সুপেয় পানি লাগবে। সুন্দরবনকে দেশের বুকে বৃহৎকারে কিভাবে পর্যাটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় সেটা করব । গ্রামকে কিভাবে ডেবলমমেন্ট করা যায় সেটা করব। মোট কথা নির্বাচিত হলে আমরা উপর অর্পিত দ্বায়িক্ত সততার সহিত পালন করব। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কথা গুলো বলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান । সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, এখন টিভির আসানুর রহমান রাজিব, মানজমিনের বিপ্লব হোসেন, দৈনিক বাংলার আবু সাইদ প্রমূখ ।
এসময় সেখান সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.