বিশেষ প্রতিবেদক,তালা:
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আতœহননকৃত ছাত্রলীগকর্মীর পরিবারকে শান্তনা দিতে ছুটে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টিম পজেটিভ বাংলাদেশের মুখপাত্র গোলাম রাব্বানী। রোববার বিকেলে সাতক্ষীরার তালায় আতœহননকৃত ছাত্রলীগকর্মীর খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামে শোকাহত বাড়িতে যান ছাত্রলীগের সাবেক এই নেতা। এ সময় তিনি শোকাহত পরিবারকে শান্তনা দেন। এ সময় রাব্বানী সব ধরণের সহযোগিতার আশ^াস দেন ও বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠানের জন্য নগদ কিছু অর্থ প্রদান করেন।
আতœহনন করা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শেখ রিয়াদ হোসেন বাবুর বাবা শেখ মনজুর রহমান জানান, ছাত্রলীগ করার জন্য বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিতো বাবু। সব টাকা দলের পেছনে খরচ করতো। তবে কোন পদ না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আতœহত্যার পথ বেছে নেয়। আতœহত্যার আগে তার ফেসবুক স্টাটাসে বাবু এসব লিখে গেছে। আমি চাই বাংলাদেশে যেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগকর্মী বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন গোলাম রাব্বানী। আলাপ কালে ছাত্রলীগকর্মী বাবুর বাবা মনজুর রহমান দাবি করেন ছোট ছেলে শেখ রিফাতের লেখাপড়া শেষে একটি সরকারি চাকুরির দাবি করেন। এ সময় রাব্বানী সব ধরণের সহযোগিতার আশ^াস দেন ও বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠানের জন্য নগদ কিছু অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করেন শেখ রিয়াদ হোসেন বাবু।পরবর্তীতে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাবু।