তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
“যাকে বাবার জায়গায় স্থান দিয়েছিলাম, যাকে মায়ের জায়গায় স্থাান দিয়েছিলাম, যাকে নিজ ভাইয়ের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সব জায়গা মিলে আমার প্রিয়তমা স্ত্রী কে জায়গা দিয়েছিলাম, তারাই আজ আমার মৃত্যুর কারন। কি অপরাধ ছিলো আমার আমি গরীব ও অসুস্থ বলে। আমি এতিম সন্তান বলে গেলাম তোমাদেরও এমন এক সময় আসবে ভিক্ষা করে খেতে হবে। কেউ অবহেলিত হলে ছুড়ে ফেলে দাও। শাশুড়ি মা ! লোক দেখানো নামাজ পড়ে কি লাভ। ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গার সমান। ভালো হয়ে যাও সবাই। ”
৩ দিন আগে ফেসবুকে এমনি ষ্টাটাস দেয়ার পর ১৩ আগষ্ট বুধবার সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে নিজ বসতবাড়ী থেকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবকের লাশ। তালাবাসির অত্যন্ত স্নেহভাজন, নম্র, ভদ্র ওই যৃবকের নাম রাজু হাসান (৪২) তার পিতা তালা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা ও তালা বিআরডিবি অফিসের পরিদর্শক, সংগীত জগতের উজ¦ল নক্ষত্র মৃত: ইয়াছিন হোসেন। এলাকাবাসির ধারনা, ফেসবুকে ৩ দিন আগে ষ্টাটাস দেয়্রা পর পরই নির্জন ওই বাড়ীতে সে আত্নহননের পথ বেছে নেয়। বাড়ীতে কেউ না থাকায় গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের দরজা ভেঙে এলাকাবাসি ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তালা থানার ওসি মাইন উদ্দীন জানান, এ সংক্রান্তে তালা থানায় অপমৃত্যু মামলা রেকর্ড পূর্বক মৃত্যুর কারন অনুসন্ধানে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।