
রিডা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে মনগড়া ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তম‚লক তথ্য পরিবেশন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যাচ্ছে মোল্ল্যা ইয়াসিন নামে একজন ব্যক্তি। প্রকৃত ঘটনা হলো, মোল্ল্যা ইয়াসিনের গর্ভবতী স্ত্রী অসুস্থ হওয়ায় ইংরেজি ১০ ই ফেব্রুয়ারী তারিখে তার মামা ডাক্তার শফিকুল ইসলামকে অবগত করেন। এবং মহিলা ডাক্তার দেখানোর ব্যপারে পরামর্শ চান। তখন মামা ডাক্তার শফিকুল ইসলাম তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফাতিমা ইদ্রিস ইভা ম্যডামকে দেখানোর পরামর্শ দেন। পরবর্তীতে রোগীর স্বামী মোল্ল্যা ইয়াসিন নিজ দ্বায়িত্বে ডাক্তার ফাতিমা ইদ্রিস ইভা ম্যডামের পরামর্শ গ্রহণপূর্বক শ্যামনগর ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ও কনসালটেন্ট গিয়ে আল্ট্রাসাউন্ড করান। রোগীর অসুস্থতা ও রিপোর্ট অনুযায়ী ডাক্তার ফাতিমা ইদ্রিস ইভা ম্যডাম হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে রোগীর স্বামীসহ আত্মীয়স্বজন মিলে পারিবারিক সিদ্ধান্তে সিজারিয়ান অপারেশনের পরামর্শ গ্রহণ করে রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। ভর্তির পরে সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে ডাক্তার ফাতিমা ইদ্রিস ইভা ম্যডাম সিজারিয়ান অপারেশন করান। অপারেশন পরবর্তীতে বাচ্চা অসুস্থ থাকায় সাতক্ষীরা মেডিকেলে বাচ্চাকে ভর্তি করার পরামর্শ দিলে তারা সাতক্ষীরা মেডিকেলে ভর্তি না করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে খুলনা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ভর্তির তিন দিন পর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে খরচ বেশি হওয়ায় খরচের টাকা সংগ্রহের উৎস হিসেবে রিডা প্রাইভেট হাসপাতালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ এনে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের পক্ষে মোল্লা ইয়াসিনকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি কতৃপক্ষকে বলেন, বাচ্চার ওজন এক কেজি ৯০০ গ্রাম হওয়ায় বাচ্চা অসুস্থ রয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে ১০ ই ফেব্রুয়ারী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসাউন্ড রিপোর্টে ২৯৫০ গ্রাম দেওয়া হয়। ওটি পরবর্তী যাহা বেবি ওয়েট মেশিনে ২৮০০ গ্রাম ওজন পাওয়া যায়। অথচ মোল্লা ইয়াসিন এর অভিযোগ আদ-দ্বীন হাসপাতালে বাচ্চার ওজন ১৯০০ গ্রাম পাওয়া যায়। রিডা প্রাইভেট হাসপাতাল কতৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের সেই রিপোর্টের তথ্য জানতে চাইলে মোল্লা ইয়াসিন তথ্য না দিয়ে উল্টো মোটা অংকের টাকা দাবি করেন। এবং মোল্লা ইয়াসিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রিডা প্রাইভেট হাসপাতাল নিয়ে মিথ্যা ও মনগড়া ভাবে তথ্য উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন। এই ঘটনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আব্দুল্লাহ আল মামুন
পরিচালক
রিডা হাসপাতাল