সাতনদী অনলাইন ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণের বিকল্প নেই। সরকারও দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংগে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক।
নতুন এই টুলটির মাধ্যমে বাংলাদেশিরা জানতে পারবেন কারা টিকা নিতে পারবেন এবং কোথায় টিকা নেওয়া যাবে। একইসংগে টুলটি নিকটস্থ টিকাদান কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও জানা যাবে।
ফেসবুক বলছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।