নিজস্ব প্রতিবেদক: বহুল প্রচারিত পাঠকনন্দিত দৈনিক সাতনদীতে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে একটি চক্র অর্থ বাণিজ্যে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে সাতনদীর সাংবাদিক পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তালা-পাটকেলঘাটার বিতর্কিত সাংবাদিক আক্তারুল ও ঝাউডাঙ্গার চোরাচালানী ছালামের বিরুদ্ধে।
তথ্যানুসন্ধানে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১লা মার্চ বহুল প্রচারিত দৈনিক সাতনদীতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন সকালে প্রকাশিত সংবাদসহ সাতনদী পত্রিকা হাতে নিয়ে তালা-পাটকেলঘাটার বিতর্কিত সাংবাদিক আক্তারুল ও ঝাউডাঙ্গার চোরাচালানী ছালাম আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ঘটনাস্থল তেতুলিয়া গ্রামে উপস্থিত হয়। এসময় তারা স্বভাবসুলভ ভাবে এক পক্ষের কাছে আবারও সাতনদীতে সংবাদ প্রকাশ করা হবে ও অন্য পক্ষের কাছে সংবাদ প্রকাশ করা হবেনা মর্মে ফুসলিয়ে নগদ অর্থ নিয়ে কেটে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগী কাদাকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার জহিরউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ আক্তার ও সালাম নামের দুই ব্যক্তি সাতনদীর সাংবাদিক পরিচয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে।