
নিজস্ব প্রতিবেদক: দেবহাটার সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সজীব সহ ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাদক পাচারকালে খুলনার খালিশপুর থেকে তাদের আটক করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ওসি জানান, আবু নাসের হাসপাতাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কেবিএ কলেজ ছাত্রলীগের সদ্য সভাপতি উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের আহাদ আলী গাজীর ছেলে সজীব হোসেন, একই এলাকার মজিদ গাইনের ছেলে ও কলেজ ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মাসুদ রানা এবং আব্দুল গফুরের ছেলে ছাত্রলীগ সদস্য মাহাবুবুর রহমান।
উল্লেখ্য, এলাকায় তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে। সম্প্রতি ছাত্রলীগের কমিটিতে পদ পেয়ে মরিয়া হয়ে ভারত থেকে অবৈধ পথে আনা মাদক দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় ঐ চক্রের সদস্যরা। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল রহমান সুমন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। তবে ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এদিকে, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ওসি আরো বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হবে।