স্পোর্টস ডেস্ক:
ফিল্ডিং দুর্বলতা বাংলাদেশের পুরনো সমস্যা। অসংখ্য ক্লোজ ম্যাচ টাইগাররা শুধু বাজে ফিল্ডিংয়ের জন্যই হেরেছে। এই সমস্যা দূর করে বাংলাদেশকে ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দলে পরিণত করতে চান টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
অনেক চেষ্টা করেও টাইগারদের ফিল্ডিং দুর্বলতা দূর করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। প্র্যাকটিসে ভালো করা ফিল্ডারও ম্যাচে পরিস্থিতির চাপে করে বসেন শিশুতোষ ভুল। যার খেসারত দিয়ে হারতে হয় ম্যাচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট কোচ হাথুরুসিংহে।
তিনি বলেন, 'দলের ফিল্ডিং নিয়ে আমি বেশ খুশি। এক্ষেত্রে সিরিজে আমরা ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিলাম।'
তবে উন্নতির আরও অনেক জায়গা দেখছেন এই লঙ্কান কোচ। তার লক্ষ টাইগার টিমকে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দল হিসেবে গড়ে তোলা, নিদেনপক্ষে যেন এশিয়ার সেরা ফিল্ডিং দলের তকমা তার শিষ্যরা পায় সেদিকে লক্ষ তার। তাই বাকি ডিপার্টমেন্টের মতো ফিল্ডিংয়েও দেখছেন উন্নতির জায়গা।
তিনি বলেন, 'অবশ্যই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়গায় উন্নতির জায়গা আছে। উন্নতির জায়গাটা তারা ফিল্ডিংয়ে ভালো করে দেখিয়ে দিয়েছে।'
তৌহিদ হৃদয় ম্যাচ খেলার সুযোগ না পেলেও ফিল্ডিং করতে নেমে নজর কেড়েছেন হাথুরুর। এই লঙ্কানও তাদের তারুণ্যের উদ্যম কাজে লাগাতে উৎসাহী।
তিনি বলেন, 'আমার প্রত্যাশা সবসময় বেশি। আমাদের যতটা পারা যায় ভালো ফিল্ডিং দল হয়ে উঠতে হবে। এশিয়াতে আমাদের সেরা দল হয়ে ওঠা উচিত। তবে তুলনাটা অন্যদের সঙ্গে করাটা ঠিক হবে না। আমাদের খেলোয়াড়রা কেমন করছে তা দেখতে হবে। তরুণরা মাঠে নিজেদের নিংড়ে দেয়। তারা ক্ষিপ্র ও এনার্জেটিক। গত কয়েক সপ্তাহে দেখলাম, হৃদয় দুর্দান্ত ফিল্ডার।'