প্রেস বিজ্ঞপ্তি: চুপড়িয়া মহিলা সংস্থা ও নারীগ্রন্থ প্রবর্তনা এর উদ্যোগে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সংহতি প্রকাশে মানবাধিকার দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে চুপড়িয়া মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার ফাতেমা আমজাদের সভাপতিত্বে পিলিস্তিনে নির্বিচার গণতহ্যা বিশিষ করে নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়। একই সাথে এই অমানবিক হত্যা বন্ধের জন্য আগ্রাসী দেশকে ধিক্কার জানানো হয়। জাতিসংঘকে এর সঠিক বিচার করার ও পদক্ষেপ গ্রহনের জন্য মানববন্ধন থেকে দাবী জানানো হয়। বক্তারা বলেন যে, আজ মানাবধিকার দিবস এবং এই দিনে ফিলিস্তিনের প্রতিসহযোগিতার জন্য বিশ^বাসীর কাজে আবেদন করেন। ইসরাইলের বর্বর আক্রমণে ফিলিস্তিনের যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা নিরসনে বিশ^র শক্তি ধর রাষ্ট্র, মানবাধিকার সংস্থা ও উদ্যোগী ব্যক্তিবৃন্দের কাছে জোর দাবী জানানো হয়। একই সাথে দাতাসংস্থা সমূহের কাছে তাদের জন্য মানবিক সাহায্যের অনুরোধ করা হয়। মানববন্ধনে সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মিসেস সিরাজুন সজ্ঞু, আঁচল সংস্থার নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান, সমন্বয়কারী মো. সাব্বির হোসেন, মৃত্তিকা সংস্থা নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. আব্দুস সালাম, সিডো সংস্থার ইয়থ পেয়ার ফেলো বৈশাখী সুলতানা, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতিরসহ সভাপতি শিবপদ মন্ডল, চুপড়িয়া মহিলাসংস্থার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে সাংবাদিক, আইজীবি, পিছিয়ে পড়াজনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধরাও সাধারন মানুষ উপস্থিত ছিলো। মানববন্ধনটি সঞ্চলানা করেন আশ্রয় সংস্থার নির্বাহী পরিচালক সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ।
ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সংহতি প্রকাশে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট