ইয়ারব হোসেন:
২০১৩ সালে জামায়াত শিবিরের হামলার শিকার হয়ে নিহত হন আব্দুল হামিদ। নিহতের পরিবারকে প্রধানমন্ত্রী এককালীন অনুদান প্রদান করলেও এখনও পর্যন্ত খোজ নেয়নি কেউ। আব্দুল হামিদের বড় ছেলের লেখাপড়াও বন্ধ হয়েছে টাকার অভাবে। দিন দিন খাওয়া এ পরিবারটি এখন চরম দূর্ভোগে। তাদের কাছে এখনও পৌছায়নি কোন রকম খাদ্য সহায়তা। এ অবস্থায় কষ্টে দিনযাপন করছে পরিবারটি।
[embed]https://youtu.be/ixS72l_1xVE[/embed]