নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী দরবার শরীফের ৯৯তম ৩ দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ঈছালে ছাওয়াব মাহফিল ও হালকায়ে জিকির আগামী রোববার থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের ন্যায় ১, ২ ও ৩ মার্চ-২০২০ বাংলা ১৭, ১৮ ও ১৯ ফাল্গুন রোজ- রবি, সোম ও মঙ্গলবার ফিংড়ী দরবার শরীফ আলীম মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। ফুরফুরা শরীফের পীর আলহাজ্ব মাও. আবু বকর ছিদ্দিকী আল কোরাইশী (রহঃ) এর খলিফা শাহ সূফী আলহাজ্ব মজিদ বকস্ (রহঃ) এর পুত্র বড় পীরজাদা শাহ সূফী আলহাজ্ব মোঃ আবু জাফর ছিদ্দিকী (রহঃ) এর পবিত্র দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এ বছরেও ইহকালের মুক্তি ও পরকালের শান্তির জন্য ইছালে ছওয়াব ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ৩দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাও. আবু জার গেফারী (মুফাচ্ছির পরিষদ, ঢাকা), আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা শাইখুল ইসলাম শাইখ(রংপুর)। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও মুরিদগন বয়ান পেশ করবেন। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফিংড়ী দরবার শরীফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. আব্দুল হাই সিদ্দিকী। উক্ত ৩দিন ব্যাপি ঈছালে ছওয়াব মাহফিলে দলে দলে যোগ দেওয়ার আহবান করেছেন মাহফিল কর্তৃপক্ষ।