শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার অফিসের উদ্যোক্তা আলমগীর আজাদের বিরুদ্ধে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, ফিংড়ী ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করার নাম করে হাজার হাজার টাকা জমা নিয়েছে সাধারণ জনগণের থেকে আলমগীর আজাদ অথচ কোন কাজ না করে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফিংড়ী ইউনিয়নের গ্রামগঞ্জ সহ মোড়ে মোড়ে আলোচনা করছে এমন অভিযোগ আলমগীর আজাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ আলমগীর টাকা নিয়েও কাজ না করে পাচ থেকে ছয় মাস করে ঘুরাচ্ছে প্রতিটা মানুষকে । তারা আরও জানান, তার কাছে ইউনিয়নের কোন মানুষ কোন কাজ নিয়ে গেলে তাদের সাথে অভদ্র ব্যবহার করে এমন কি তাদের মানুষ বলে মনে করেনা।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব মো: জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে বলেন, আমরা সরকারি টাকা বাবদ চুয়াত্তর হাজার আটশ টাকা পাবো তার কাছে টাকা চাইলে বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। এ বিষয়ে আমরা আইনী ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন সংবাদ কর্মীদের।
এ বিষয়ে উদ্যোক্তা আলমগীর আজাদের কাছে মুঠোফোনে ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফিংড়ী ইউনিয়নের সর্ব স্তরের মানুষ তার বিরুদ্ধে দ্রæত আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।