
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গাজীর বাগান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে বাদ আছর হইতে প্রতি বছরের ন্যায় এবছরও ৩ দিন ব্যাপী ১৪ তম তাফসীরুল কুরআন মাহফিল আজ (২৫ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে। ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন (মাসুম), ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু, ফিংড়ীর সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক কাজী মহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহিম প্রমুখ। মাহফিলে কুরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন প্রধান বক্তা হিসাবে আলহাজ¦ মুফতি মাওঃ মোঃ বজলুর রশিদ মিয়া (কাহালু,বগুড়া)। দ্বিতীয় বক্তা চালতেতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ আবু তালেব।
২য় দিনঃ- সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আব্দুস সামাদ বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন গোপালগজ্ঞ জেলা শাখ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ মোঃ মোত্তাহিদুর রহমান(শিরু)। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ আবু বক্কার সিদ্দিক, ইউপি সদস্য মোঃ আফসার উদ্দীন, শেখ আনিছ উদ্দীন চান্দু, আলহাজ¦ মোঃ বেলায়েত হোসেন, মোঃ আব্দুল্লাহ সরদার, বিডিএফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন আলহাজ¦ হাফেজ হযরত মাওঃ মোঃ আব্দুল আজিজ জিহাদী (বগুড়া)। ২য় বক্তা হিসাবে থাকবেন হাফেজ ক্বারী মাওঃ মোঃ মাসনুন হোসাইন (খুলনা)।
৩য় দিনঃ- ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন তুফান ডেন্টাল ক্লিনিক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসাবে থাকবেন সাবেক ইউপি সদস্য এস.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শামসুর রহমান, মোঃ মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, আলহাজ¦ নুরুজ্জামান লালটু, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন ঢাকার ঐতিহাসিক নারিন্দা সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি শাহিদুর রহমান। ২য় বক্তা হিসাবে থাকবেন আশাশুনী ইসলামী ষ্ট্যাডি বিভাগ এ.পি.এস.ডিগ্রী কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন মোঃ আলাউল করিম। উক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসার এবং প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সু-ব্যবস্থা আছে। মাহফিলে সকল ধর্ম প্রাণ মুসল্লিদের হাজির হওয়ার জন্য আহবান করেছেন মাহফিল আয়োজক কমিটি।