
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে নৌকায় ভোট দেওয়ায় এক প্রতিবন্ধীকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় দিশেহারা হয়ে পড়েছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে দক্ষিন ফিংড়ী গ্রামের জাবের আলি সরদারের শারীরিক প্রতিবন্ধী ছেলে মকবুল সরদার ফিংড়ী বাজারে বাজার করতে আসে। সে সময় দক্ষিন ফিংড়ী গ্রামের মৃত হবিবারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী কবির হোসেন প্রতিবন্ধী মকবুলকে জিজ্ঞেস করে, তুই কিসে ভোট দিয়েছিলি? উত্তরে মকবুল বলে আমি নৌকায় ভোট দিয়েছিলাম । নৌকায় ভোট দেওয়ার কথা শুনেই সন্ত্রাসী কবির তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মারতে থাকে। এসময় স্থানীয়রা প্রতিবন্ধী মকবুলকে আহত অবস্থায় উদ্ধার করে। ভুক্তভোগী মকবুল এই প্রতিবেদক জানান, তিনি বৃহস্পতিবার সকালে বাজার করার জন্য বাজারে গেলে আনারস প্রতিক সমর্থিত সন্ত্রাসী কবির কেন আমি নৌকায় ভোট দিয়েছি জানতে চেয়ে আমাকে এলোপাতাড়ি চড়, কিল , ঘুষি মারতে থাকে। কান্না বিজড়িত কন্ঠে অসহায় প্রতিবন্ধী দুঃখ প্রকাশ করে বলেন, আমি আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ভালবেসে নৌকায় ভোট দিয়েছি। নৌকায় ভোট দেওয়া কি অপরাধ? এমনই প্রশ্ন ছুড়ে দেয় সাংবাদিকদের দিকে। নৌকায় ভোট দিয়ে বিনা অপরাধে কেন তাকে কবিরের হাতে আহত হতে হলো, তার ন্যায় বিচার চেয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মকবুল হোসেন।