
শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী দাখিল মাদ্রাসা সুপারের পুত্র নাঈম ছাত্রী ধর্ষণ করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে। হলো না তার শেষরক্ষা। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সোমবার (১৭ মে) রাত আনুমানিক নয়টার দিকে ঐশী বেড়ের আমবাগানে গোবরদাড়ী দাখিল মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান এর পুত্র মো: নাঈম হোসেন (২০) সে একই গ্রামের নবম শ্রেণীতে পড়া এক ছাত্রীকে ধর্ষণ করে। ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে গত ৬ মাস শারীরিক সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন আমবাগানে নাঈম দৈহিক মেলামেশার পর স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এ ঘটনায় নাঈমকে পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করে। স্থানীয়রা জানান, নাঈমের সাথে ওই ছাত্রীর আগে থেকেই প্রেমের সম্পর্কের জের ধরে মেলা-মেশা চলে আসছিল। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল তৎপর ছিল।