
শেখ রিপজা হোসেন: সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১২টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের সচিব মো: জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো: আফসার আলী, মো: মিজানুর রহমান, মধু সুধন দত্ত, মো: রকিব ঢালী, সুকুমার সরদার, মো: আশরাফ আলী, শেখ জাকিরুল হক ( জাকির), মো: আব্দুর রাজ্জাক, বাবু মহাদেব ঘোষ, মহিলা ইউপি সদস্য মুছা: রেবেকা সুলতানা, মুছা: নাছিমা খাতুন, মুছা: আসিয়া খাতুন প্রমুখ।