প্রেস বিজ্ঞপ্তি : শিশুদের সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার অধিকার নিশ্চিতকরণে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুড কস ক্যাম্পেইন (জিসিসি) প্রকল্প। প্রকল্পের মেয়াদ ৩১ মার্চ ২০২০ তারিখে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে।
জিসিসি প্রকল্পের সমাপনী সভা উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, ফিংড়ি ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্যা মোছা. আছিয়া খাতুন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসনা হেনা শিশু কেন্দ্রের সভাপতি এ্যাড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. লুতফর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স'র উপ-পরিচালক মো. তারিকুজ্জামান, ইউপি সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, শেখ জাকিরুল হক, মো. আব্দুর রকিব ঢালী, মো.আফসার উদ্দীন, রেবেকা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় বর্তমান সময়ের আলোচিত করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে হাত ধৌঁয়া, লিফলেট বিতরণ, খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য শিশু সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে প্রকল্পটি ২০১৭ সাল থেকে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ শেষে এটিকে চলমান রাখতে এসব কর্মএলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, সিএমসি সদস্যবৃন্দের মাধ্যমে স্বেচ্ছায় আগ্রহী স্থানীয় দাতাদের সমন্বয়ে চলমান রাখতে কার্যকরি ভূমিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় দাতা সদস্যদের সহযোগিতায় এটি ২০২১ সাল পর্যন্ত অব্যাহত রাখতে প্রতিটি ইউনিয়নে সিএমসি, ইউনিয়ন পরিষদ ও ব্রেকিং দ্য সাইলেন্স'র সাথে ত্রৈপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর ও উপকরণ হস্তান্তর হওয়ায় বর্তমানে এটি কমিউনিটির উদ্যোগে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রতিনিধি মো. আব্দুল আলীম।