ফিংড়ী (সদর) প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ঘোষ পাড়ায় মৃত দূর্গাপদ ঘোষের ছেলে মৃত্যুঞ্জয় ঘোষের বসত বাড়ীর ঘেরা কেটে সয়লাব করেছে পঙ্কজ ও তার সঙ্গীরা (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, ফিংড়ীর ঘোষ পাড়ায় মৃত্যুঞ্জয় ঘোষ দীর্ঘদিন যাবত তার বাবার বসত ভিটায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। যার বর্তমান বি আর এস খতিয়ান নং ২১৭৬ দাগ নং ৬২৭ ফিংড়ী মৌজা পরিমাণ ৫১ শতক। একই এলাকার মৃত্য পূর্ণচরন ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ ইটের রাস্তায় আমার দীর্ঘদিন যাবত দেয়া ঘেরা কেটে নিতে বলে। আমার ঘেরায় মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে না বললে সে আমার উপর চড়াও হয় এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।
তিনি আরো জানান, গতকাল ২১ শে ফেব্রুয়ারী সকালে আমি বাড়ীতে থাকায় পঙ্কজ ঘোষ, সঞ্জয় ঘোষ প্রশান্ত ঘোষ সঙ্গীয় দলবল নিয়ে আমার দীর্ঘদিনের বসত বাড়ীর ঘেরা কেটে সয়লাব করেছে এবং আমার লাগানো কাঁঠাল গাছ সহ অন্যান্য গাছের ডাল কেটে পরিষ্কার করে দিয়েছে। এসময় আমার স্ত্রী ও মেয়ে বাঁধা দিতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এব্যাপারে আশেপাশে বসবাসরত সুদর্শন ঘোষ ও অরবিন্দু ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করেন।
ফিংড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকরাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন - আমি ঘেরা কাটা কিংবা গাছের ডাল কাটার অনুমতি দেয়নি। ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজ সরদার বলেন - এলাকার জনগণের মন্দিরে যাওয়ার জন্য প্রশস্ত রাস্তার প্রয়োজনে তাকে ঘেরা কেটে পরিষ্কার করতে বলেছিলাম কিন্তু সে নেয়নি, ফলশ্রুতিতে উক্ত ঘটনা ঘটেছে। মৃত্যুঞ্জয় ঘোষ অসহায় হয়ে সঠিক বিচারের প্রত্যাশায় দ্বারে দ্বারে ঘুরছে এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।