হাবিবুল্লাহ বাহার হাবিব:
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪-নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় শহীদ সমাদ স্মৃতি ফুটবল ময়দানে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আয়োজনে জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা ফেস্টুন, প্লাকার্ড ও ব্যানার নিয়ে মাঠে উপস্থিত হয়। এসময় নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আশরাফুল ইসলাম আজিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সংগঠনিক সম্পাদক মুফতি নাজমুস সাদাৎ,
গোনাকরকাটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আবু তাহের, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আকরাম হুসাইন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর, মহৎপুর রওজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার হাফেজ গোলাম মোস্তফা, মুফতি আরিফুল্লাহ, মাওঃ আব্দুল আজিজ আল কাদরী, মাওঃ আনোয়ারুল ইসলাম, মাওঃ মুফতি নাসির উল্লাহ সিরাজী, হাফেজ মাওঃ মাহাবুব আলম, মাওঃ মহসীন কবির, মাওঃ আবু সাঈদ সাইফি, হাজি তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিন প্রমুখ।
এ সময় শহীদ সমাদ স্মৃতি ফুটবল মাঠ প্রাঙ্গণ কানায় কানায় ভর্তি হয়ে যায় এবং রাস্তার উপর দাড়িয়ে সমাবেশে অংশগ্রহন করে বিক্ষোভ কারীরা। বক্তরা বলেন ফ্রান্সের তৈরী সকল পণ্য বর্জনসহ তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক নষ্ট করতে হবে। কেহ নবী-রাসূল সম্পর্কে, কথা না বলতে পারে এবং সরকারকে রাষ্ট্রীয়ভাবে শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। বক্তরা আরো বলেন হয়রত মুহাম্মদ (সা:) কে কুটউক্তি করায় ফ্রান্স সরকারের বিরূদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। ইসলাম শান্তির ধর্ম আর ফ্রান্স সরকার যতদিন তাদের কৃতকর্মের জন্য সারা বিশে^র মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে। ততদিন আমার সংগ্রাম চালিয়ে যাব। পরিশেষে সারা বিশে^র মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি আল্লামা ডা. মুফতি হাসান আল আজারী ।