
নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থ্য সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তে গেলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি।
দীর্ঘদিন যাব প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থ্য সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তের পায়ের সমস্যা জনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রফেসর রুহুল হক এমপি বিএসএমএমইউ’তে উপস্থিত হয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। এসময় তার সুচিকিৎসার জন্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে জরুরি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এবং মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ স্ব-শরীরে গিয়ে রোগীর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। একইসময় তিনি বিভিন্ন কেবিন/ওয়ার্ডে থাকা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুপরামর্শ দেন।