
আব্দুল্লাহ আল মাহফুজ:
প্রাণ কোম্পানির ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে আকাশ সরকার। আকাশ দেবহাটার শঁশাডাঙ্গা গ্রামের বিকাশ সরকারের ছেলে।
জানাগেছে, বিগত এক মাস আগে আকাশ সরকার প্রাণ কোম্পানির ডিএসআর হিসেবে কাজে যোগদান করে। গত ৫ জুলাই ডেলিভারিকৃত পণ্যের সমুদয় টাকা নিজের পকেটে ভরে চম্পট দেয় আকাশ সরকার। এবিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বড় বাজারের মেসার্স মাহফুজ স্টোরের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করা হয়েছে।